গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে, সুনিধির স্বামী গায়ক অর্ণব নিজেও অসুস্থ। এই অবস্থাতেই তিনি তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানিয়ে সুনিধি লিখেছেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’
আরও পড়ুন: অসুস্থ তৌসিফ বুলিংয়ের শিকার, আইনি ব্যবস্থা নেবেন গায়ক
এই সময়ে হাসপাতালে সুনিধির দেখাশোনা করছেন ঘনিষ্টজন ত্রয়ী ইসলাম। বিষয়টি জানিয়ে গায়িকা লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত— সবকিছু সে-ই দেখভাল করছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি যে আমি সত্যিই অনেক ধন্য।’
আরও পড়ুন: অঝোরে কাঁদলেন গায়ক মনির খান
তবে শঙ্কার কারণ নেই, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুনিধি। পোস্টের সবশেষে সবার কাছে প্রার্থনার আবেদন জানিয়ে তিনি লেখেন, ‘ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি, তবে এখনও অনেক সমস্যা রয়েছে। দয়া করে আমাকে তোমার প্রার্থনায় রাখো।’

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·