অযথা বল ছুড়ে মারায় শাস্তি পেলেন নাহিদ রানা

২ সপ্তাহ আগে
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা, লিড নিয়েছে ৫২ রানের। তবে এর মাঝেই দুঃসংবাদ পেলেন নাহিদ রানা। প্রথম দিনে বল ধরার পর ফলো থ্রুর সময় আইরিশ ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মারেন নাহিদ। যে কারণে শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে নাহিদ রানার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, নাহিদ আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ কারও দিকে বা কাছাকাছি বল ছুড়ে মারতে পারবেন না অথবা তার দিকে কোনো ক্রিকেটসামগ্রী বিপজ্জনকভাবে ফেলতে পারবেন না।

 

সাধারণত, আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে খেলোয়াড়কে সতর্ক করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় ও ২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। 

 

আরও পড়ুন: সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলো বিসিবি

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ২৭তম ওভারে। বল ধরার পর ফলো থ্রুর সময় নাহিদ অযথা তা কারমাইকেলের দিকে ছুড়ে মারেন। এতে বল কারমাইকেলের প্যাডে লাগে। অভিষিক্ত এই ব্যাটসম্যান সেই সময় ক্রিজের ভেতরেই ছিলেন। 

 

এ ঘটনায় মাঠের দুই আম্পায়ার স্যাম নোগাইস্কি ও এহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নাহিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। 

 

আরও পড়ুন: যে কারণে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টে লাঞ্চের আগেই হবে চা বিরতি

 

সেই অভিযোগ আমলে নিয়ে পাইক্রফট নাহিদের ম্যাচ ফি ২৫ শতাংশ জরিমানা করেন এবং তার শৃঙ্খলার রেকর্ডে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করেন। ২৪ মাস সময়কালের মধ্যে এটি নাহিদের এ ধরনের প্রথম অপরাধ। 

 

আইসিসি জানিয়েছে, নাহিদ রানা নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন