বুলাওয়েতে প্রিটোরিয়াস আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচটা খেলছেন। অভিষেক টেস্টে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করেছেন তিনি। ১১২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছা প্রিটোরিয়াস শেষ পর্যন্ত ১৬০ বলে ১৫৩ রান করেন। ইনিংসে ১১টি চার ও ৪টি ছয় হাঁকান তিনি। প্রিটোরিয়াসের ইনিংসের মহাত্বটা ভালোভাবে বোঝা যায় ম্যাচ পরিস্থিতি বিবেচনায় নিলে।
প্রিটোরিয়াস যখন ক্রিজে এসেছিলেন, তখন তানাকা চিভাঙ্গার তোপে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তিনি ব্যাট করতে করতে দলীয় ৫৫ রানে ৪, ১৫০ রানে ৫ ও ১৮১ রানে ৬ উইকেট পড়ে যায়। বলা যায় প্রিটোরিয়াস স্রোতের বিপরীতে দাঁড়িয়েই খেলেছেন। দলীয় ২৮৯ রানে তানাকার ওভারে আউট হন তিনি। তাতে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগানো প্রোটিয়ারা ঘুরে দাঁড়িয়ে স্কোরবোডে বড় স্কোরই তুলেছে।
আরও পড়ুন: ভুল বা অন্যায়ের জন্য আম্পায়ারদের কঠোর শাস্তি দাবি
প্রিটোরিয়াসকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক অভিষিক্ত দেওলাদ ব্রেভিস। আগে টি-২০ খেললেও এটা তার প্রথম টেস্ট। অভিষেক টেস্টটাকে রীতিমতো টি-২০ বানিয়ে খেলেছেন তিনি। ৪১ বলে ৫১ রান করে আউট হন ব্রেভিস।
সেঞ্চুরি করেছেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা করবিন বোশও। ৮ নম্বরে নেমে ১০০ রান করে প্রথম দিন শেষে অপরাজিত রয়েছেন তিনি। তিন অঙ্ক স্পর্শ করতে তার লেগেছে ১২৪ বল। অপরাজিত ১১ নম্বরে নামা কেওনা মাফাকাও। পুরো ৯০ ওভার খেলা হওয়ার দিন দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে তুলেছে ৪১৮ রান।