শনিবার (২০ সেপ্টেম্বর) কুয়ান্টনে এএফসি ফুটসাল কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
এএফসি ফুটসাল কাপের আগের ১৭ আসরের ১৩টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ইরান। এবারও হট ফেবারিট তারাই। নবাগত বাংলাদেশ তাদের বিপক্ষে শুরুতে ভালোই খেলছিল। তবে ১০ম মিনিটে শ্রাবণ কাজীর ভুলে আর প্রতিরোধ টেকেনি বাংলাদেশের। হোসেইন সাবজির গোলে এগিয়ে যায় ইরান।
এই গোলের পর বাংলাদেশের প্রতিরোধের বাঁধ ভেঙে যায়। একের পর এক গোল হজম করতে থাকে অভিষেক ম্যাচ খেলতে নামা লাল সবুজের দল। পরপর দুটি গোল করেন হোসেইন তায়েবি। বিরতির পূর্বে মোহাম্মদহোসেন বাজিয়ার, ইউসুফ এবং বেহরুজ আজিমহেমাতাবাদি গোল পেলে ৬-০ গোলে এগিয়ে যায় ইরান।
আরও পড়ুন: ফ্রান্স নয়, আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন জিদানের ছেলে
বিরতির পরও বাংলাদেশের ভাগ্য বদলায়নি। ২১ মিনিটে বাজিয়ার ব্যক্তিগত দ্বিতীয়, ৩২ মিনিটে মোহাম্মদহোসেন দেরাখসানি, ৩৫ মিনিটে সাইয়েদ মোমেনি, ৩৭ মিনিটে তায়েবি, মিনিট ঘুরতে না ঘুরতেই মাহদি কারিমি এবং ৩৮ মিনিটে ঘোলামির গোলে ম্যাচ শেষ হওয়ার আগেই ১২-০ গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) গ্রুপ জি'র পরবর্তী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।