অভিষেক হয়ে রানিকে পাঠানো মেসেজের কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা!

২ দিন আগে
পুরনো স্মৃতি মনে করে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী রানি মুখার্জিকে নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অতীতে প্রেমের গুঞ্জন ছিল অভিষেক বচ্চন ও রানি মুখার্জির। সে প্রেমের গুঞ্জনকে কাজে লাগিয়ে একবার শুটিং স্পটে মজা করেন প্রিয়াঙ্কা। সম্প্রতি সে তথ্য সামনে আনেন বলিউড অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সামি গেয়ারওয়ালের শোতে অংশ নিয়ে অভিষেক, রানির সঙ্গে করা প্রাঙ্ক নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা।

 

সাক্ষাৎকারের প্রিয়াঙ্কা বলেন,

সহকর্মীদের সঙ্গে প্রাঙ্ক করার বদ অভ্যাস রয়েছে অভিষেকের। ‘ব্লাফ মাস্টার’ শুটিং করার সময় আমার ফোন সুইচ অফ করে তার ওপর বসে দীর্ঘ সময় লুকিয়ে রাখে অভিষেক। ও (অভিষেক) ওঠা না পর্যন্ত আমি কোথাও আমার ফোন খুঁজে পাইনি।

 

প্রিয়াঙ্কা আরও বলেন,

এ প্রাঙ্কের প্রতিশোধও নিয়েছিলাম। রিতেশ আর আমি মিলে অভিষেকের অজান্তেই ওর ফোন কিছু সময়ের জন্য নিই। এরপর ওর ফোন থেকে রানি মুখার্জিকে মেসেজ পাঠাই। লিখি, ‘তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায়?’এরপরই অভিষেকের ফোন সুইচ অফ করে দিই। একদিন পর মোবাইল খুঁজে পেয়েছিল অভিষেক। সিমির মাধ্যমে জানতে পারি, আমার পাঠানো মেসেজের উত্তর হিসেবে রানি লিখেছে, হাই অভিষেক, তোমার কী কোনো সমস্যা হয়েছে?

 

সাক্ষাৎকারে পুরনো খুঁনসুটির স্মৃতি মনে করে কিছুটা উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। জানান, এখনো রানি জানেন না, ওই মেসেজ অভিষেক নয়, বরং অভিষেকের মোবাইল থেকে প্রিয়াঙ্কা পাঠিয়েছিলেন।

 

আরও পড়ুন: বুলেট প্রুফ গ্লাসে দাঁড়িয়ে ভক্তদের ‘ঈদ মোবারক’ বললেন সালমান খান

 

পর্দায় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন জুটির সঙ্গে তুলনা করা হতো অভিষেক ও রানির জুটিকে। অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর রানির সঙ্গেই প্রেমের গুঞ্জনে নাম জড়ায় অভিষেকের। তবে হঠাৎই বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন অভিনেতা।

 

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার বলিউড পরিচালক

 

বিয়ের পর অভিষেক ও রানির প্রেমের গুঞ্জনে ভাটা পড়ে। একই সঙ্গে পারিবারিক নানা কারণে ভেঙে যায় তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কও। ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’র মতো সিনেমায় পর্দায় জুটি গড়েছিলেন অভিষেক ও রানি। 

]]>
সম্পূর্ণ পড়ুন