অভিযানের নাম ‘মিডনাইট হ্যামার’, বি-২ বিমান উড়ে আসে ১৮ ঘণ্টায়!

২ সপ্তাহ আগে
ইরানের পারমাণবিক বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তার নাম দেয়া হয়েছে ‘অপারেশন মিডনাইট হ্যামার’। খবর আল জাজিরার।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরুর ১৮ ঘণ্টা পর পৌঁছে এ অভিযানে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বি-২ বোমারু বিমান। 

 

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে রোববার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। 

 

আরও পড়ুন: পারমাণবিক স্থাপনায় হামলার জবাব কীভাবে দিতে পারে ইরান?

 

ড্যান কেইন বলেছেন, ইরানের ওপর অভিযান পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ১৮ ঘণ্টা ধরে গন্তব্যে পৌঁছায়  বি-২ বোমারু বিমান।

 

তিনি বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’–এ বেশ কয়েকটি কৌশল অন্তর্ভুক্ত ছিল। বি-২ বিমানগুলোকে রক্ষা করার জন্য উচ্চপ্রযুক্তি ব্যবহার করা হয়। 

 

তবে ইরান কোনো গুলি ছুড়েছে এমন কোনো ইঙ্গিত নেই বলে দাবি করা হচ্ছে। 

 

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা ‘একটি বিপজ্জনক মোড়’, সতর্কবার্তা চীনের

 

ড্যান কেইন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি এবং ধারণা করা হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের (বি-২ বোমারু বিমান) শনাক্ত করতে পারেনি।’

]]>
সম্পূর্ণ পড়ুন