ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী আনুশকা শর্মার ভাই প্রযোজক কর্ণেশ শর্মা। তার সঙ্গেই দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন তৃপ্তি দিমরি।
প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা হয় এ জুটির। কিন্তু বিয়ের আগ মুহূর্তে কর্ণেশ ও তৃপ্তি তাদের সম্পর্কের ইতি টানেন।
সংবাদমাধ্যমে দুজনেই অতীত সম্পর্কের কথা স্বীকার করেছেন কিন্তু ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় সে বিষয়ে মুখ খোলেননি।
এদিকে বিচ্ছেদের ব্যথা হাসিমুখে মেনে নিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হতে শুরু করেন তৃপ্তি। তখনই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমার কাজ হাতে পান। আর এ ছবিতে অভিনয় করেই জীবনের মোড় বদলে যায় অভিনেত্রীর।
আরও পড়ুন: রহস্যময় ছবি দিয়ে ‘নতুন ময়দানে’ সাক্ষাতের ইঙ্গিত সালমান খানের
বর্তমানে বলিউডের ৯০০ কোটি বিগ বাজেটের সিনেমাগুলোতে কাজ করছেন তৃপ্তি। হাতে রয়েছে ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়ালের কাজ। এ সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে।
আরও পড়ুন: আবারও আদালতের নোটিশ, জনসমক্ষে মেজাজ হারালেন রিয়া চক্রবর্তী
আগামীতে শহিদ কাপুরের সঙ্গে বিগ বাজেটের সিনেমায় অভিনয় করা কথা রয়েছে তৃপ্তির। পরিচালক বিশাল ভরদ্বাজের বিগ বাজেটের সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
]]>