সোমবার রাত ৮টার দিকে ধর্মঘর বিওপির নিকটবর্তী সস্তামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানব পাচারকারীর হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত ওলি রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে হ্রদয় মিয়া (২৫)। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), সিংহগ্রাম গ্রামের রাজকুমারের ছেলে রাম গোবিন্দ দাস (৩৭), রাজকুমারের ছেলে ধর্মদাস (২৩), একই গ্রামের লালমোন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজগ্রাসাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে মনির (৪৫)।
আরও পড়ুন: হবিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, মোখলেছুর রহমান ও হ্রদয় মিয়া তাদের ভারতে পাঠানোর জন্য ১০ হাজার টাকা করে নিয়েছিল। এর মধ্যে ঘনুরঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং বাকিরা রাজমিস্ত্রীর কাজের জন্য আগরতলা যাচ্ছিলেন।
আটককৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং ১৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।