অবৈধভাবে ভারত থেকে আসা ৪ বাংলাদেশি আটক

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে ভারত থেকে আসা ৪ বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

 বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর এলাকায় সীমান্ত পিলার ১৩/১-এস হতে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।


আটককৃতরা চোরাকারবারিরা হলো, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. ফজলুর ছেলে মো. নুহ নবী (৩৫), পারুল আলীর ছেলে মো. সুমন (৩০), মো. আব্দুল মালেকের ছেলে মো. এম (২৬) ও সাহাপাড়ার নুরুল ইসলামের ছেলে মো.সুজন শেখ (২৭)।

আরও পড়ুন: বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ যুবক আটক


৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান, ফতেপুর বিওপির একটি বিশেষ দল টহল পরিচলনা করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ দিয়ে চারজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদের ধাওয়া করে আটক করে। পরে আটককৃতরা স্বীকার করে গত ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে ঢুকেছিল তারা।


বিজিবি অধিনায়ক আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক


লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন