অবৈধ ভারতীয়দের প্রত্যর্পণের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি

৪ সপ্তাহ আগে
অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যর্পণের আবহের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার যুক্তরাষ্ট্র সফরের সূচি ঘোষণা করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

মোদির যুক্তরাষ্ট্র সফরের সূচি ঘোষণা করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। দুইদিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

 

ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথের তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়। যা দু’দেশের সুসম্পর্কেরই প্রতিফলন।

 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিস্ফোরণে উড়ে গেল আতশবাজিছ কারখানা, মৃত্যু ৪

 

এই সফরে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রম মিশ্রি। অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানো ও ট্রাম্প প্রশাসনের ভারতের ওপর শুল্ক চাপানোর হুমকির প্রেক্ষিতে মোদির যুক্তরাষ্ট্র সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই অভিযানে কেউই ছাড় পাচ্ছে না। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। তাদের নামানো হয় অমৃতসর বিমানবন্দরে। 

 

এরই মধ্যে এই অভিবাসন প্রত্যাশীদের হাতে হাতকড়া আর পায়ে বেড়ি পরিয়ে বিমানে ওঠানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই ভারতজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

 

দেশে ফেরার পর অভিবাসন প্রত্যাশীরা গণমাধ্যমকে জানান, যাত্রাপথে তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে হয়েছে। তারা বলেন, তাদের সঙ্গে বিমানে বাজে আচরণ করা হয়েছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের!

 

ফিরে আসা এক অভিবাসনপ্রত্যাশী বলেন, আমাদের হাত-পা বেঁধে নেয়া হয়। আমরা মনে করি, আমাদের বন্দিশালায় নেয়া হচ্ছে। কিন্তু তারা আমাদের বিমানবন্দরে নিয়ে এসে বলে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে। দীর্ঘ ৪০ ঘণ্টার যাত্রা শেষে অমৃতসরে পৌঁছে হাত-পা খুলে দেয়া হয়।

 

আরেকজন বলেন, আমাদের হাতকড়া পড়িয়ে ক্যাম্পে নেয়া হয়। যেটাকে তারা বন্দিশালা বলে থাকে। শিশু বাদে নারীসহ আমাদের সকলের হাত পা বেধে দেয়া হয়। আমাদের খাওয়া কিংবা ওয়াশরুমে যাওয়ার জন্যেও একবারের জন্য তারা খুলেনি।

 

এমন অমানবিক প্রত্যার্পণ নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টের দুই কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিভিন্ন বিরোধী দলের সদস্যরা পার্লামেন্ট ভবন চত্বরে বিক্ষোভ করেন।

 

বিরোধীদের বিক্ষোভের মুখে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই ইস্যুতে পার্লামেন্টে বিবৃতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ‘বিমানে সবসময়ই অভিবাসীদের নিয়ন্ত্রণে রাখতে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়।’

 

আরও পড়ুন: ৩২ নম্বর ভাঙার ঘটনায় যা বললো ভারত

 

তিনি আরও বলেন, ‘কেবল ভারতীয় নয়, যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠাতে সবাইকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।’ যদিও দেশে ফেরত পাঠানোর সময় ভারতীয় অভিবাসীদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান জয়শঙ্কর।

 

এমন বিবৃতির পর বিরোধীদের তোপের মুখে পড়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ, হাতকড়া ও বেড়ি পরানো ভারতীয়দের ফেরত পাঠানোর রীতির প্রতিবাদও করেনি ভারত। এছাড়া কলম্বিয়া সরকারের মতো ভারত কেন নিজস্ব বিমান পাঠাল না, সে প্রশ্নও করা হয়। অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্র সফরের আগে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় না মোদি সরকার।

 

তথ্যসূত্র: বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া 

]]>
সম্পূর্ণ পড়ুন