বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মাদ আলী এ কারাদণ্ড প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। অভিযানে বেহুন্দী জাল ও চায়না দুয়ারি জালসহ মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাজাহান শিকদারের ছেলে সোহাগ শিকদারকে আটক করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার রোধে অভিযান চলমান থাকবে।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘আটক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের রায়ে কারাদণ্ড দেয়া হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
]]>