বুধবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামসিদ ইরাম খানের নেতৃত্বে উপজেলার পিরোজপুর এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে চুন কারখানা দুটি ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক শাকিল মণ্ডল জানান, উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত দুটি চুন কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বিষয়টি জানার পর আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। পরে কারখানা দুটি গুঁড়িয়ে দেয়া হয়।
অবৈধ সংযোগ রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের ওই কর্মকর্তা।