জাতিসংঘের মানবাধিকার দফতর তাদের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। সেখানে ১৫৮টি কোম্পানির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে এয়ারবিএনবি, বুকিং ডট কম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের মতো প্রতিষ্ঠান রয়েছে।
এসব প্রতিষ্ঠান এমন ইহুদি বসতি এলাকায় কার্যক্রম চালাচ্ছে, যেগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবৈধ বলে ঘোষণা করেছেন। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ইসরাইলি মালিকানাধীন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিতে নিবন্ধিত বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নামও তালিকায় আছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর ভাষণ / ইরানি জনগণ তাদের স্বাধীনতা ফিরে পাবে ও তেহরানকে মহান করে তুলবে
এর আগে ২০২৩ সালের জুনে তথ্য হালনাগাদ করে জাতিসংঘের মানবাধিকার দফতর। সবশেষ গত শুক্রবার করা হালনাগাদ তথ্যে ৬৮টি কোম্পানিকে নতুনভাবে যুক্ত করা হয়েছে। সাতটি কোম্পানির নাম তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এর মধ্যে আছে যুক্তরাজ্যে নিবন্ধিত অনলাইন ট্রাভেল কোম্পানি ওপোডো এবং স্পেনে নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্ট ইড্রিমস। অন্যান্য প্রতিষ্ঠানের বেশিরভাগই নির্মাণ, আবাসন, খনিজ ও খনি খাতের সঙ্গে যুক্ত। গাজায় ইসরাইলি বসতি সম্প্রসারণের ক্ষেত্রে এসব খাত গুরুত্বপূর্ণ।
আরও ৩০০টির বেশি প্রতিষ্ঠানকে পর্যালোচনায় রাখা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক মনে করেন, সংঘাতপূর্ণ পরিবেশে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে। তাদের কার্যক্রম যেন মানুষের অধিকার লঙ্ঘনে ভূমিকা না রাখে, তা নিশ্চিত করাটা তাদের কর্তব্য।
আরও পড়ুন: যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের
]]>