বিজবেহেরায় জন্ম নেয়া ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার সোমবার (২০ অক্টোবর) নিজের অবসরের কথা জানিয়েছেন। ১৭ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন রসুল। যেখানে ব্যাট হাতে ৫৬৪৮ রান এবং বল হাতে ৩৫২টি উইকেট শিকার করেছেন।
ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ রসুল। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: বরখাস্ত হলেন রিজওয়ান, পাকিস্তানের নতুন অধিনায়ক আফ্রিদি
টি-টোয়েন্টিতে রসুল একমাত্র ম্যাচটি খেলেন বিরাট কোহলির অধীনে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরের সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করেছিলেন। বল হাতে চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।
আইপিএলে রসুল খেলেছিলেন ১১টি ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। ১১ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং ১৭ রান করেছেন।
তবে ঘরোয়া ক্রিকেটে রসুলের পরিসংখ্যান বেশ ভালো। ৯৫ ম্যাচে ৩৫২টি উইকেট রয়েছে তার। ১৬৪টি লিস্ট এ ম্যাচ খেলে ৩৯৮২ রান এবং ২২১টি উইকেট স্বীকার করেছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে ৮৪০ রান এবং ৬০ উইকেট নিয়েছেন রসুল।