২০১০ সালের ফেব্রুয়ারিতে ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিলির। এরপর ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ওয়ানডেতে সাড়ে ৩ হাজার এবং টি–টোয়েন্টিতে ৩ হাজার ৫৪ রান করেছেন। টি–টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮* রান পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
উইলো টক পডকাস্টে অবসরের সিদ্ধান্ত নিয়ে হিলি বলেন, ‘এটা অনেক দিন ধরেই হয়ে আসছিল। গত কয়েক বছর শারীরিকের চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল। চোটও ছিল, আর ভেতরের শক্তিটা ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। বারবার নিজেকে নতুন করে উজাড় করে দেয়াটা কঠিন হয়ে যাচ্ছিল।’
আরও পড়ুন: অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে চেয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পুরোপুরি হারাইনি, কিন্তু কিছুটা কমেছে। গত মৌসুমের ডব্লিউবিবিএল (নারী বিগ ব্যাশ) আমার জন্য একটা সতর্কবার্তা ছিল। একদিন সকালে উঠে মনে হওয়া—‘আরেকটা সাধারণ ক্রিকেটময় দিন’। আমাকেই অবাক করেছিল (এমন ভাবনা)। কারণ আমি ভাবতাম, আমি এখনো খেলাটাকে ভালোবাসি।’
ভারতের বিপক্ষে খেলা তার শেষ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নেবেন না হিলি। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলোতে অংশ নেবেন তিনি। পরে ৬ থেকে ৯ মার্চ পার্থে ওয়াকা স্টেডিয়ামে দিন–রাতের টেস্ট ম্যাচের মাধ্যমে নিজের ১১তম ও শেষ টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন মিচেল স্টার্কের স্ত্রী।
এদিকে হিলির অবসরের সিদ্ধান্তের ফলে ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নতুন অধিনায়কের অধীনে খেলবে অস্ট্রেলিয়া।
ক্যারিয়ারে হিলি ছয়টি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ ও ২০১৯ সালে তিনি আইসিসি নারী টি–টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পান।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·