অবসর নিচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি

২ সপ্তাহ আগে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শক্তিশালী স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম নারী, ন্যান্সি পেলোসি অবসরের ঘোষণা দিয়েছেন। এর ফলে, একজন ‘প্রগতিশীল ডেমোক্র্যাটিক’ আইকনের চার দশকের কর্মজীবনের অবসান ঘটল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

 

ন্যান্সি বলেছেন, তিনি ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে পুনরায় নির্বাচনের জন্য প্রার্থী হবেন না।

 

আরও পড়ুন:নেতানিয়াহুকে পদত্যাগ করতে বললেন ন্যান্সি পেলোসি

 

এর মধ্য দিয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট পেলোসির একটি ঐতিহাসিক রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো। ৮৫ বছর বয়সী পেলোসি হাউসের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম নারী । 

 

তিনি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষে তার দলের নেতৃত্ব দিয়েছিলেন। যা তাকে মার্কিন রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন হয়ে উঠতে সহায়তা করেছে।


ভিডিও বার্তায় ন্যান্সি আরও বলেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি, আমরা অগ্রগতি করেছি। আমরা সবসময় পথ দেখিয়ে এসেছি এবং গণতন্ত্রের জন্য আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে। আমাদের প্রিয় আমেরিকান আদর্শের জন্য লড়াই করে আমাদের তা অব্যাহত রাখতে হবে।’


‘আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে, আমার প্রিয় শহরটির প্রতি আমার বার্তা হল; সান ফ্রান্সিসকো, তোমার শক্তি সম্পর্কে জান। পেলোসি আরও যোগ করেন।

 

পেলোসি ১৯৮৭ সালে ৪৭ বছর বয়সে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করার জন্য প্রথম কংগ্রেসে নির্বাচিত হন এবং দ্রুত পদমর্যাদার শীর্ষ অবস্থানে চলে আসেন। 


সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা আইন, সেইসাথে অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিলগুলো পাস করার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেয়া হয়।

 

তবে তিনি হাউসের নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে এবং বিশেষ করে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি ২০১৭-২০২০ সাল পর্যন্ত তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে তার সাথে বিরোধে জড়িয়ে পড়েন। 

 

আরও পড়ুন:নির্বাচনে ভরাডুবি, বাইডেনকে দুষলেন পেলোসি 

 

পেলোসি ডনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন, বিখ্যাতভাবে তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের একটি কপি তার পিঠের পিছনে ছিঁড়ে ফেলেছিলেন।

 

সূত্র: রয়টার্স, বিবিসি
 

]]>
সম্পূর্ণ পড়ুন