অবশেষে ভারতের ভিসা পেলেন সাকিব

১৯ ঘন্টা আগে
চলতি মাসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। সেই সিরিজ খেলতে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেয়েছেন ইংলিশ এই পেসার।

ভিসা পাওয়ায় শুক্রবার (১৭ জানুয়ারি) দলের সঙ্গে কলকাতায় যোগ দিবেন সাকিব। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি তিনি। যার কারণে আবু ধাবিতে আটকে ছিলেন সাকিব মাহমুদ। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত।


আরও পড়ুন: পাকিস্তান দলে অভিষেক হচ্ছে শোয়েব মালিকের ভাতিজার 


এবারের সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ভারতীয় কন্ডিশনে জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে সাকিব মাহমুদকে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক গঠন করেছেন ইংল্যান্ডের বোলিং কনসালটেন্ট জেমস অ্যান্ডারসন।


সাকিব ছাড়াও এর আগে পাকিস্তান বংশোদ্ভুত হওয়ায় ২০২৪ সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন