নতুন রূপে ফিরছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফ। দৃশ্যমান হয়েছে কৃত্রিম ঘাসের স্তর।
নতুন সংস্কার কাজে অনেকটা সময় বিলম্ব হলেও, শেষ দিকে বেড়েছে ব্যস্ততা। ফিফা থেকে অনুমোদন পাওয়ায় ইতোমধ্যে টার্ফ বসানোর কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যে খেলার জন্য প্রস্তুত হবে মাঠ।
আরও পড়ুন: ভিনিসিউসের মানসিক সমস্যা আছে: সুয়ারেজ
সংস্কার প্রকল্পে বাফুফে টার্ফ মাঠের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও রয়েছে। নারী ফুটবল ছাড়াও বেশ কিছু লিগের একমাত্র ভেন্যু এই স্টেডিয়ামটি। তবে পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনেক ম্যাচই পণ্ড হয়েছে। তাই এবার সংস্কার কাজে সেই বিষয়টি মাথায় রেখে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধুই অপেক্ষা সবুজে রূপ দেয়া।
স্টেডিয়ামটিতে টার্ফ বসানোর জন্য গ্রিনসিগন্যাল দিয়েছে ফিফা। সংস্কারের পর ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা করেই টার্ফ বসানোর কাজ শুরু করতে চায় ঠিকাদার প্রতিষ্ঠান। সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করে দুটি মাঠ বাফুফেকে হস্তান্তর করা নিয়ে আশাবাদী গ্রিনফিল্ডস।
আরও পড়ুন: রিয়ালে ফেরার স্বপ্নে টটেনহ্যামের বিশাল প্রস্তাব পায়ে ঠেললেন আর্জেন্টাইন তরুণ
বিগত বছরগুলোতে ফুটবলারদের জন্য বিষফোড়া ছিল কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। যেখানে খেলে অনেককেই ইনজুরিতে পড়তে হয়েছে। খেলোয়াড়দের কথা চিন্তা করে তাই এবার স্ট্রাকচারেও পরিবর্তন আনা হয়েছে। যেখানে ইনজুরি সমস্যা কাটবে ফুটবলারদের।
মাঠ হস্তান্তরের সময় টার্ফ ব্যবহারের বিধিনিষেধ বাফুফেকে প্রধান করবে ঠিকাদার প্রতিষ্ঠান। দীর্ঘমেয়াদে টার্ফ ব্যবহারের জন্য মানতে হবে সেই নিয়ম।
]]>