অবশেষে চেলসিতে খেলার সুযোগ মিলছে এই আর্জেন্টাইনের

১ সপ্তাহে আগে
ওয়েসলে ফোফানা, বেনোইত বাদিয়াশিল, রিস জেমস; চেলসির তিন তিনজন ডিফেন্ডার ইনজুরিতে। এদের মধ্যে দুইজনই সেন্টারব্যাক। এই অবস্থায় ভুগতে হচ্ছে কোচ এনজো মারেস্কাকে। সবশেষ তিন ম্যাচেই জয়বঞ্চিত তার দল, হেরেছেই ২টিতে।

দুই সেন্টারব্যাককে হারিয়ে দুরবস্থায় পড়া চেলসিকে দ্বারস্থ হতে হচ্ছে আরেক সেন্টারব্যাক অ্যারন আনসেলমিনোর। বোকা জুনিয়র্স থেকে গত আগস্টে এই আর্জেন্টাইনকে সাড়ে ১৫ পাউন্ড মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল স্টাম্পফোর্ড ব্রিজের ক্লাবটি। কিন্তু তাকে ধারে রেখে দেয়া হয়েছিল সেই বোকাতেই।


বিবিসি জানাচ্ছে, দ্রুতই আনসেলমিনোকে তলব করবে চেলসি। জানুয়ারিতেই আর্জেন্টিনা থেকে তাকে ফিরিয়ে আনা হতে পারে। ১৯ বছর বয়সিকে খুব বেশি ম্যাচ না খেলালেও রাখা হতে পারে স্কোয়াডের সঙ্গে। এমন সম্ভাবনাও আছে যে, আনসেলমিনোকে ইউরোপে এনে অন্য কোনো ক্লাবে ধারে পাঠাবে চেলসি।


আরও পড়ুন: অবনমনের শঙ্কা, ঝুঁকিতে ইউনাইটেডের সাড়ে ১৩ হাজার কোটি টাকার চুক্তি


গত বছর বোকা জুনিয়র্সের সিনিয়র টিমে প্রমোশন পান আনসেলমিনো। এখন পর্যন্ত দলটির হয়ে ২৩ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। তবে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে সবশেষ ৫ ম্যাচে খেলতে পারেননি।


আনসেলমিনো এখনও আর্জেন্টিনার যুব পর্যায়েও খেলেননি।

]]>
সম্পূর্ণ পড়ুন