আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে বুধবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে নিলাম। যা সামনে রেখে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ পেয়েছিলেন। সেখানে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন সাকিব ও তাসকিন।
এদিন নিলামের শুরুতে দুজনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। তবে শেষদিকে এসে দল পেলেন দুজনই। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়াল এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ ৮০ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুন: আফগানদের বিপক্ষে সিরিজ জিততে চান সাইফ
এ দুজনের বাইরে আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন। তাকে আগেই নিবন্ধন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।
নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, ‘এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
আরও পড়ুন: টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
]]>