সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইউনাইটেডের। সবশেষ চার ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। যার মধ্যে তিন ম্যাচই প্রিমিয়ার লিগে। সব মিলিয়ে লিগের চলতি মৌসুমে তাদের হার নয়টি। ১৯ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের ১৪তম স্থানে। তাতে শঙ্কা বেড়েছে লিগ থেকে ছিটকে যাওয়ার। অবনমন অঞ্চলে থাকা ইপউইচ টাউনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ৭।
আর এ শঙ্কা-ই তাদের ফেলতে যাচ্ছে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে। ২০২৩ সালে ১০ মৌসুমের জন্য ইউনাইটেডের সঙ্গে ৯০ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি) চুক্তি করেছিল জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাস। অর্থাৎ মৌসুমপ্রতি জার্সি বা অন্যান্য কিট স্পন্সর হিসেবে অ্যাডিডাস থেকে ৯ কোটি পাউন্ড পাওয়ার কথা ইউনাইটেডের। তবে চুক্তির শর্তানুসারে বর্তমানে তারা আছে আর্থিক ঝুঁকিতে।
আরও পড়ুন: ব্যালন ডি'অর ইস্যুতে রোনালদোকে কড়া জবাব রদ্রির
ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লিগে না থাকলে বা অবনমন হলে ওই মৌসুমের পুরো অর্থ কেটে রাখার অধিকার রাখে অ্যাডিডাস। আবার চাইলে তারা ৫০ শতাংশ অর্থ কেটে বাকি সাড়ে ৪ কোটি পাউন্ড দিতে পারে। চুক্তির অন্য শর্তানুসারে আবার যে মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবে না, সে মৌসুমে আরও ১ কোটি পাউন্ড কেটে রাখা হবে।
২০২৩ সালের জুলাইয়ে করা চুক্তিটির কার্যক্রম শুরু হবে ২০২৫-২৬ মৌসুম থেকে। যার মেয়াদ শেষ হবে ২০৩৫ সালের জুনে। ফলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে না থাকতে পারলে শুরুতেই বড় ক্ষতির মুখে পড়বে ইউনাইটেড।
আরও পড়ুন: মার্চেই ভারতের বিপক্ষে অভিষেক হামজার!
]]>