রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন গৌতম। বলেন,
অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি রাগ করেছি অপুর সাথে। কেন রাগ করেছি সেটা আমি বলবো না। অনেকে মনে করছেন অপু আমাকে বাদ দিয়েছে। বিষয়টা এমন নয়। আমিই বাদ দিয়েছি অপুকে। সেটার সাক্ষীও আমার আছে।
গৌতম আরও বলেন,
আমাদের ভাইবোনের সম্পর্ক। তাই মনোমালিন্য হবেই। তবে কি কারণে সেটা বলবো না। বিষয়টা ও জানে আর আমিও জানি। আমাদের মনোমালিন্যের কারণে একসঙ্গে কাজ করা হচ্ছে না। তার মানে এই নয়, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। বিশেষ দিনগুলোতে আমি অপুকে, অপু আমাকে উইশ করে। একসঙ্গে কাজ না করলেও আমাদের মধ্যে এখনও সুন্দর সম্পর্ক রয়েছে।
নিজের কাজ প্রসঙ্গে এ কোরিওগ্রাফার বলেন,
অনেকেই মনে করেন আমি অপু, বুবলী কিংবা প্রথম সারির অভিনয়শিল্পী ছাড়া কাজ করি না, বিষয়টা এমন নয়। আমি সবার সঙ্গেই কাজ করি। আমার ক্লায়েন্ট যদি বলে একে নিয়ে কাজ করেন করি। আবার ক্লায়েন্ট যদি বলে আপনার পছন্দের কাউকে নেন তাহলে কাজের খাতিরে আমার যাকে পছন্দ তাকে নিয়েই আমি কাজ করি।
আরও পড়ুন: ভূতের লুকে ছেলেকে নিয়ে চমক দিলেন শাবনূর
ভবিষ্যতে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,
আমি রাগের কারণে এখন পর্যন্ত অপুকে কাজে নিচ্ছি না। কোনো কাজের কারণে ওকে আমি এখনো মোবাইলে কোনো অনুরোধ করিনি। হয়তো কখনো ওকে নিয়ে কাজ করা হবে না। আবার হতেও পারে, এটা সময় বলে দেবে।
আরও পড়ুন: মুক্তি পেল ‘দেলুপি’র ট্রেলার
প্রসঙ্গত, ফ্যাশন দুনিয়ায় পোশাক মেকআপ নিয়ে কাজ করেন গৌতম সাহা। মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন ছবি ও ভিডিওতে। অপু, বুবলী ছাড়াও শোবিজ দুনিয়ার জনপ্রিয় দীঘি, বারিশ, মিমসহ অসংখ্য তারকার সাথে একাধিক ফ্যাশন হাউজের কাজ করেছেন জনপ্রিয় এ ফ্যাশন কোরিওগ্রাফার।
]]>

১৬ ঘন্টা আগে
৬








Bengali (BD) ·
English (US) ·