‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে ভারতীয় তারকারা সেনাবাহিনীকে প্রশংসা করে। এবার সিনেমা বানানোর কথা ভাবছে বলিউডের নির্মাতারা। এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা ৬ ও ৭ মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল।
শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
আরও পড়ুন: বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার
প্রতিবেদনে বলা হয়, বলিউডের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিন্দুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।
‘অপারেশন সিন্দুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার (৯ মে) স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা।
আরও পড়ুন: অপারেশন সিন্দুর: ভারত-পাকিস্তানের তারকাদের বার্তা
‘অপারেশন সিন্দুর’-এর পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে। তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর পরতে দেখা যাচ্ছে।