অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার তো প্রশ্নই উঠে না: দুদু

৪ সপ্তাহ আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কর্মসূচিও গ্রহণ করেছি, কিন্তু আমি ভোটই পেলাম না সরকার তো পরের কথা। অন্যের মাথার ওপর কাঁঠাল ভেঙে খাওয়ার তো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মুক্তমঞ্চে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ সব কথা বলেন দুদু। পরে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান সদর হাসপাতাল সড়কে।


শামসুজ্জামান দুদু বলেন, ‘জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করেনি, তারা এখন বিবেচনা করছে স্বাক্ষার করবে কি না। জাতীয় ঐক্যমৈত্য কমিশনকে বলা হয়েছে, পরেও স্বাক্ষর করা যাবে।’


আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু


তিনি আরও বলেন, ‘জুলাই সনদে কেউ স্বাক্ষর করুক অথবা না করুক, যে কেউ ইচ্ছা করলেই মনে করলে তাদের যদি আইনগত বাধা না থাকে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন এনসিপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তারা নির্বাচনে অংশ নেবে কিনা।’


এ সময় কর্মসূচিতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন