সোমবার (২৫ আগস্ট) অভিনেতা শামীম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে শামীম হাসান সরকার লেখেন, ‘অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না। সে যেই হোক। তবে যার সঙ্গে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ, সে তার বন্ধু থেকে চামচা―কে, কী, সবার চেহারা জেনে যাবে।’
তিনি আরও লিখেছেন, ‘সবার ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে হাসিমুখে সামনের জীবনে চলতে পারবে। এতে সে পরবর্তীতে তাদের হাতে খুন হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে জানলে সফলতম জায়গায় পৌঁছানো সম্ভব। সত্যি অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না।’
আরও পড়ুন: ‘মাই টিভি’ দখলে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার: দাবি নুরের
এ অভিনেতা লিখেছেন, ‘তবে এটাও সত্য, সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই। ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ইহকাল খুবই ছোট। এতটাই ছোট যে, আমাদের নিজেদেরও জানা নেই। এই ছোট জীবনেও অন্যের দিকে তাকানোর সময় কোথায়? মালাক আল-মউতের চেহারা আপনার সামনে কেমন হবে, সেটা ভেবেছেন? আমি ভেবেছি। এই ভাবনার শেষ নেই...।’
আরও পড়ুন: ‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তানভীর রাহী!
অভিনেতার ভাষায়, ‘অকারণে মিথ্যা অভিযোগের বিপদে আমার থেকে মিডিয়ার কোনো টেলিভিশন অভিনেতা পড়েনি। আমি চলতে শিখেছি, আপনারাও শিখে ফেলুন। আল্লাহ একমাত্র ভরসা।’
]]>