সোমবার (৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া দীর্ঘ এক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়্যব এ কথা জানান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব লেখেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিনিয়োগ সামিট শুরু হয়েছে। কোরিয়ান ইপিজেডসহ দুই ইপিজেড পরিদর্শন করেছেন প্রায় ৬০ দেশের বিনিয়োগকারী। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে ছিল বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট প্রোগ্রাম। এতে প্রায় ১৫০০-এর বেশি দেশি-বিদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। ১৫টা ফোকসড হাই-কোয়ালিটি সেশন হয়েছে। ২৫টি দেশের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের পার্টিসিপেশন তাতে ছিল।’
তিনি লেখেন, ‘প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ৮০০ কোটি টাকার ফান্ড অব ফান্ড মবিলাইজেশনের ঘোষণা দিয়েছেন। বিডা চেয়ারম্যান বিনিয়োগ সহজীকরণের জন্য ব্যবসাসহজীকরণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এসেছে আজ এবং আগামী কোনো সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেজন্য যাবতীয় পদক্ষেপের ঘোষণা। এসেছে ব্যবসা বান্ধব ডাটা প্রটেকশন অ্যাক্টের ঘোষণা। লাভজনক হবে না’
‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ইপিজেড গুলোতে যখন বিনিয়োগকারীদের পদচারণা চলছে, তখন কিছু অসাধুচক্র দেশি-বিদেশি স্টার্টআপ এবং ভেঞ্জার ক্যাপিটালদের ফোন করে সামিট বয়কটের অনুরোধ জানিয়েছেন—এ রকম খবর এসেছে।’
আরও পড়ুন: নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
‘সুস্পষ্টভাবে বলতে চাই, গতকাল রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের স্বাগত জানাতে গেলে সেখানে একজন উদ্যোক্তা সরাসরি আমার কাছে এসে এ ব্যাপারে অভিযোগ করেছেন। সেখানে আরও দুজন বলেছেন তাদেরকেও বয়কটের অনুরোধ করা হয়েছে। আজকে যখন অত্যন্ত সফল এবং আশা জাগানিয়া একটা প্রোগ্রাম হয়েছে, ঠিক তখনই শুরু হয়েছে স্টার্টআপ বাংলাদেশের ইতিমধ্যেই নোটিশ দেওয়া কর্মকর্তাকে নিয়ে হইচই। প্রোগ্রামটি সাফল্য নিয়ে যারা দুকলম লিখতে পারলো না, এ কাজটা তারাই করছে।’
ফয়েজ তৈয়্যব লেখেন, ‘বাংলাদেশের একটা পরিচিত স্টার্টআপের এক টক্সিক মালিক এই কাজটা করছেন। আমরা এদেরকে সাবধান করছি, প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এর বাইরে দুঃখজনকভাবে আজকে বাংলাদেশের দু-একটি জায়গায় শপিংমল দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সবাইকে আহ্বান জানাই আইন নিজের হাতে তুলে না নিতে।’
প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী তার পোস্টের শেষের দিকে লেখেন, ‘আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করছি, আমাদের মোরাল অনেক হাই, মনোবল অত্যন্ত দৃঢ়, দেশের তরে কাজ করার জন্য আমরা সংকল্পবদ্ধ। তাই এ ধরনের নাশকতামূলক কাজ, গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থকেন্দ্রিক প্রচারণা দিয়ে আমাদের চলার পথকে বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ সফল হোক।’