অনৈতিক লেনদেন বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

২ সপ্তাহ আগে
অনৈতিক লেনদেন বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টে এনেক্স কোর্ট ভবনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পরিদর্শনে গিয়ে তিনি এই সতর্ক করেন। এসময় আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব তার সঙ্গে ছিলেন।


তাদের নিয়ে প্রধান বিচারপতি প্রবেশ করেন হাইকোর্টের একটি এজলাস কক্ষে। সেখানকার সুযোগ-সুবিধা তিনি প্রত্যক্ষ করেন। এজলাস কক্ষে অচল থাকা ঘড়ি সচলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপর সেখান থেকে বেরিয়ে সরাসরি যান হাইকোর্টের নকল শাখা (রায় ও আদেশের অনুলিপি দেয়া হয় যেখান থেকে) পরিদর্শনে। নকল শাখার কর্মচারীরা সবাই দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে শ্রদ্ধা জানান।


আরও পড়ুন: জাতীয়ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা-মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান প্রধান বিচারপতির


এসময় প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, এ শাখার তত্ত্বাবধায়ক কে? তখন শাখার দুজন তত্ত্বাবধায়ক নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে প্রধান বিচারপতি তাদের বলেন, এই রুমের প্রবেশ দরজায় হেল্পলাইন নম্বর রয়েছে, সে বিষয়ে অবগত আছেন কি না? তখন তারা জবাব দেন যে, তারা অবগত আছেন।


তিনি সবাইকে সতর্ক করে বলেন, কোনো ধরনের অনৈতিক লেনদেন যেন শাখায় না হয়, সেটাও স্মরণে রাখবেন। আপনাদের রাখাই হয়েছে বিচারপ্রার্থীদের সেবা দেয়ার জন্য। কাজেই সেভাবে দায়িত্ব পালন করবেন। এসময় প্রধান বিচারপতির দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন