অনৈতিক কাজের অভিযোগে নারীর গলায় জুতার মালা, পুরুষের মাথা ন্যাড়া

৩ সপ্তাহ আগে
ভোলার বোরহানউদ্দিনে অনৈতিক কাজের অভিযোগে এক নারীকে জুতার মালা পড়িয়ে ও এক পুরুষকে জুতার মালা পড়িয়ে মাথা ন্যাড়া করে অমানবিক শাস্তি দিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অমানবিক এ  বিচারবহির্ভূত কর্মকাণ্ড  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারে চায়ের দোকানের সামনে বাঁধা মাঝ বয়সী এক পুরুষের জুতার মালা পড়িয়ে মাথা ন্যাড়া করে দিচ্ছে। পাশেই আরেক নারীর গলায় জুতার মালা পড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তাদের ঘিরে রাখা লোকজন এ দৃশ্য ভিডিও করছে। ঘটনার বর্ণনাও দিতে দেখা গেছে একজনকে।


ঘটনাস্থলে উপস্থিত বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির জানান, শনিবার রাত ৩টায় অনৈতিক কাজের অভিযোগে ওই নারী ও একই এলাকার এক পুরুষকে স্থানীয়রা আটক করে। এর আগেও কয়েকবার একই অভিযোগ তাদেরকে আটক করা হয়েছিল। এমন কাজ থেকে বিতর থাকতে সতর্ক করা হয়েছিল। তা অমান্য করে শনিবার রাতে তারা আবারও অনৈতিক কাজে জড়িয়ে পড়লে  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আলেম ওলামারা তাদেরকে এমন শাস্তির সিদ্ধান্ত নেয়। শাস্তির মধ্যে ছিল নারীকে জুতার মালা পড়িয়ে দেয়া ও পুরুষের মাথা ন্যাড়া করে দেয়া। স্ট্যাম্পেও স্বাক্ষর নেয়া হয়েছে তাদের। ভিডিওতে হুমায়ুন কবিরকে জুতার মালা পড়িয়ে দিতে দেখা গেলেও এ ঘটনা তিনি অস্বীকার করেছেন।


আরও পড়ুন: যৌন নির্যাতনে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল


বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান জানান, আইনি ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। এছাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও চৌকিদারদের মাধ্যমে পুরো ঘটনা তিনি লিখিতভাবে নিয়েছেন। আইন যারা হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন