অনুষ্ঠানস্থলে ফোন হারালেন গয়েশ্বর চন্দ্র, সন্ধান দিলে ৫০০০ টাকা পুরস্কার

৫ দিন আগে
মতবিনিময় সভায় মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর লালবাগে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর তিনি বুঝতে পারেন ফোনটি হারিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফোনটি খোঁজাখুঁজি শুরু হয়। তবে এটি হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে, তা পরিষ্কার নয়।


কিছুক্ষণ খোঁজার পর পাওয়া না যাওয়ায় মাইকে ঘোষণা করা হয়, কেউ ফোনটির সন্ধান দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।


প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফোনটি তখনও পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: এই সময়ের সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুলের ছবি নিয়ে কী বলছেন রুমিন ফারহানা?


এর আগে মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বাধা দিয়েছিল, তারাই পতিত আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করছে।


বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ ভাবলেও, তারা একটি দলকে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন