বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, এতে রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন এবং চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কেউ ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা সাক্ষাৎকার নিতে পারবেন না।
আরও পড়ুন: ৮ দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সম্প্রতি খুমেক হাসপাতালে ‘বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া’সহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের পরই এ নিষেধাজ্ঞা জারি হয়। সাংবাদিকরা বলছেন, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে বাধা সৃষ্টি করবে।
তবে পরিচালক ডা. আইনুল ইসলাম দাবি করেন, সাংবাদিকদের অতিরিক্ত উপস্থিতিতে সেবার স্বাভাবিকতা ব্যাহত হচ্ছিল। তাই ঢাকাসহ অন্যান্য মেডিকেলের মতোই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।