অনুপ্রবেশকারী ৭০ শতাংশ সশস্ত্র গোষ্ঠীই আফগান নাগরিক: আসিম মুনির

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, আফগানিস্তানকে ফিতনা আল-খাওয়ারিজ বা পাকিস্তানের মধ্যে একটি বেছে নিতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করেন, সীমান্ত পার হয়ে আসা অনুপ্রবেশকারী বেশিরভাগ সশস্ত্র গোষ্ঠীই আফগান নাগরিক।

১০ ডিসেম্বর ইসলামাবাদে জাতীয় ওলামা সম্মেলনে ভাষণ দেয়ার সময় মুনির এই মন্তব্য করেন। যদিও সেই সময়ে ভাষণের আনুষ্ঠানিক বিবরণ সীমিত ছিল, রোববার তার ভাষণের কিছু অংশ জনসমক্ষে প্রচারিত হয়।


তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো শিশুসহ পাকিস্তানি নাগরিকদের লক্ষ্যবস্তু করছে এবং অভিযোগ করেছেন যে আফগান তালেবানদের মদদে এই ধরনের কার্যকলাপ পরিচালিত হচ্ছে।

 

আরও পড়ুন:নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ইমরান খানের

 

এ সময় তিনি দাবি করেন আফগানিস্তান থেকে অনুপ্রবেশকারী প্রায় ৭০ শতাংশ সশস্ত্র গোষ্ঠীই আফগান নাগরিক।


ধর্মীয় পণ্ডিতদের উদ্দেশ্যে মুনির বলেন যে, যেকোনো ইসলামী রাষ্ট্রে জিহাদ ঘোষণার কর্তৃত্ব কেবল রাষ্ট্রের, ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বিশ্বাস ও নিরাপত্তার ক্ষেত্রে ঐক্য ও শৃঙ্খলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

 

মুনির আরও বলেন যে, যেসব জাতি তাদের পূর্বপুরুষদের পণ্ডিতিক উত্তরাধিকার এবং জ্ঞান অর্জনের সাধনা পরিত্যাগ করেছে, তারা শেষ পর্যন্ত পতনের মুখোমুখি হয়েছে।

 

আরও পড়ুন:আরেকটি দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী’র ১৭ বছরের কারাদণ্ড

 

সম্মেলনে পাকিস্তানের সকল প্রধান চিন্তাধারার প্রতিনিধিত্বকারী ধর্মীয় পণ্ডিতরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

]]>
সম্পূর্ণ পড়ুন