গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি এবং করাচি কিংসের। তবে স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলার কারণে শেষমেশ ম্যাচটি স্থগিত করা হয়। স্থগিত করা হয়েছিল একই ভেন্যুতে আজকের ম্যাচও।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন আজ জানা গিয়েছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই বোর্ডের মধ্যে পাকাপাকি কথাও হয়ে গেছে বলে জানা গিয়েছিল। কিন্তু এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এক বিবৃতিতে বোর্ডটি জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি ৮ ম্যাচ স্থগিত করার ঘোষণা দিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এলওসিতে (সীমান্ত) পরিস্থিতি খারাপের দিকে এগিয়েছে। তাই প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শে স্থগিতাদেশ দেয়া হয়েছে।'
আরও পড়ুন: নাহিদ-রিশাদ পাকিস্তান ছেড়ে দুবাই পৌঁছালেন
বিবৃতিতে পিএসএলের সঙ্গে জড়িত সকল পার্টনার, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে পিসিবি। খুব দ্রুতই খেলাধুলা আবার মানুষের মুখে হাসি ফোটাবে এমন আশ্বাসও দেয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও সংকল্পের কথা জানিয়েছে পিসিবি।
পিএসএলে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া নাহিদ-রিশাদদের খেলা কভার করতে সেখানে ছিলেন ২ জন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও। তাদের সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন তারা।
]]>