‘অনলি ফ্যান’ মডেল ফাতির দাবি, আরেক নারীর সঙ্গে ছিলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
ফুটবল মাঠে জাদুকরী পারফরম্যান্সের কারণে বিশ্বজুড়েই এখন বেশ পরিচিত লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই তারকা খ্যাতি অর্জন করেছেন স্প্যানিশ এই ফুটবলার। খেলার মাঠে অবিশ্বাস্য নৈপুণ্যের জন্য মৌসুমজুড়েই ছিলেন স্পটলাইটে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। কারণটা হলো তার ব্যক্তিজীবন কেন্দ্রিক।

ক্লাব বিশ্বকাপে নেই বার্সেলোনা। আর অন্যদিকে উয়েফা নেশন্স কাপের ফাইনালে পর্তুগালের কাছে হেরেছ স্পেন। তাই আপাতত কোনো ব্যস্ততা নেই বার্সেলোনা কিংবা স্পেন ফুটবল দলের। আর সে কারণেই লম্বা ছুটি পেয়েছেন ইয়ামাল। ছুটি কাটাতে ইতালিতে যান তিনি, আর সেখানে গিয়ে আবারও স্পটলাইটে চলে আসেন এই স্প্যানিশ ফুটবলার। 

 

লামিনে ইয়ামাল একটি বিলাসবহুল রিসোর্ট ধাঁচের জায়গা থেকে কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, যেখানে নৌকা ভ্রমণ, পুলের ধারে আরাম করার মুহূর্ত এবং এমনকি হেলিকপ্টার রাইডও ছিল। আশ্চর্যের বিষয় হলো, ফাতি ভাসকেজ নামের এক স্প্যানিশ বিমানবালা যিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনিও একই জায়গা থেকে একই ধরনের পোস্ট শেয়ার করেন। আর তাতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই দাবি করছেন, তারা হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। 

 

আরও পড়ুন: ‘প্রাপ্তবয়স্কদের সিনেমা’র তারকার সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন ইয়ামাল!

 

তবে নিজের চেয়ে ১৩ বছরের বড় স্প্যানিশ ইনফ্লুয়েন্সারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইয়ামাল। ডেইলি মেইলের দাবি, স্প্যানিশ টিভি গসিপ রিপোর্টার শাবি দি ইয়োসকে নাকি ইয়ামাল জানিয়েছেন, ফাতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তারা ডেটও করছেন না। দি ইয়োস আরও জানিয়েছেন, ইয়ামাল সেখানে একা ঘুরতে যাননি এবং তার সঙ্গে সেখানে তার বার্সেলোনা সতীর্থরাই ছিলেন। 

 

তবে এসব বিষয়ে পরিষ্কার করেছেন ফাতি ভাসকেজ নিজেই। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম তাদের এক প্রতিবেদনে এ বিষয়ে তুলে ধরেছেন। সেখানে ফাতি ভাসকেজ বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে এই গল্পে আমার কোনও আর্থিক আগ্রহ নেই এবং কখনও ছিলো না। আমি ১৮ বছর বয়স থেকেই একজন স্বাধীন নারী।’ 

 

‘আমি ১০ বছরেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। ইয়ামাল একজন পাবলিক ফিগার, আমার ক্যারিয়ার দৃঢ়, পেশাদার এবং স্বায়ত্তশাসিত।’ 

 

আরও পড়ুন: মদ্রিচের এসি মিলানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করলেন স্পোর্টিং ডিরেক্টর

 

অনলি ফ্যান মডেল ফাতি ভাজকেজ আরও বলেন, ‘আমার থাকার সময়, আমি আবিষ্কার করলাম যে আমার ঠিক আগে অন্য একটি নারী সেখানে ছিলো। এবং কয়েক ঘন্টার জন্য আমাদের মধ্যে কোনও মিল ছিলো না। এ খবর আমাকে অবাক করে দিয়েছিলো।’

 


এদিকে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গেও সময় কাটিয়েছেন ইয়ামাল। নেইমারের সাথে দেখা করার পর ইয়ামাল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘একা এবং খুশি, এটা ব্রাজিল।’

]]>
সম্পূর্ণ পড়ুন