দীর্ঘদিনের সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে এবার মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। যে ম্যাচ ঘিরে জোরেসোরে চলছে বাফুফে ও এনএসসির প্রস্তুতি। হামজা, শমিত সোমদের ম্যাচ নিয়ে দশর্ক- সমর্থকদের মাঝেও তুমুল আগ্রহ।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচের টিকিট বিক্রি করা হবে অনলাইনে। সে বিষয় আগেই নিশ্চিত করে বাফুফে। তবে, যারা অনলাইনে টিকিট কাটতে পারবেন না তাদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা বাফুফের। ফেডারেশন ভবন কিংবা স্টেডিয়ামে রখা হবে একটি টিকিট বুথ। যেখান থেকে সহজেই মিলবে সোনার হরিণ টিকিট।
এ বিষয়ে গণমাধ্যমকে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘যখন টিকিটের প্ল্যাটফর্ম চূড়ান্ত হবে, তখন তাদের সঙ্গে আমরা কথা বলব, স্টেডিয়াম বা বাফুফেতে কোনো রকম সাহায্যকারী বুথ রাখা যায় কি না। যাদের-ই অসুবিধা হবে কোনো কারণে অনলাইনে বুকিং করতে, তারা বুথে গিয়ে সাহায্যের মাধ্যমে সেটা করতে পারবে।’
আরও পড়ুন: ভুটানে জয়ে শুরু মারিয়ার দলের
এছাড়াও, ভারতের বিপক্ষে ম্যাচের আগে জার্সি পেতে বেগ পোহাতে হলেও এবার সুখবর মিলছে আরও একটা। ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে থেকেই অনলাইনে জার্সি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।
ফাহাদ করিম বলেন, ‘জার্সির ডিজাইন আমাদের মোটামুটি লক হয়ে গেছে। আমরা আমাদের কিট স্পন্সরের সঙ্গে উন্মোচন পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাদের লক্ষ্য ন্যূনতম দুই বা তিন সপ্তাহ আগে জার্সি উন্মোচন করা।’
এদিকে, ঘরের মাটিতে হামজা-শমিতদের ম্যাচ দেখতে মুখিয়ে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বড় প্রতিষ্ঠান। স্টেডিয়ামে বেশ কয়েকটি হসপিটালিটি কর্নারের সেসব টিকিটের জন্যে ইতোমধ্যেই বাফুফের কাছে অনুরোধ জানিয়েছেন বিভিন্ন সংস্থা ও ক্লাব। হসপিটালিটি কর্নারের জন্য স্টেডিয়াম পরিদর্শনও করেছে বাফুফে। এ ধরনের সংস্থার কাছে টিকিট বিক্রি করে লাভবান হওয়ার আশা বাফুফের।
আরও পড়ুন: হামজা কি আবার প্রিমিয়ার লিগে খেলতে পারবেন?
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
]]>