শুক্রবার (৯ মে) রাজধানীর পল্টন মোড় অবরোধ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের দ্বারা জনগণের অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব নয়, তারা সে গ্রহণযোগ্যতা হারিয়েছে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নুরুল হক নুর বলেন, ‘অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন, জাতীয় সংলাপের আয়োজন করুন।’
আরও পড়ুন: ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া এবং উপদেষ্টা পরিষদের পুনর্গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, যোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি।
দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এনসিপি নেতা নাহিদ কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো পদক্ষেপ নেয়নি সেটি জানতে চাই।’
আরও পড়ুন: পল্টন মোড় অবরোধ করেছে গণ অধিকার পরিষদ
স্বৈরাচারের দোসরদেরকে বিভিন্ন মামলায় অন্তর্বর্তী সরকার জামিন দিচ্ছে মন্তব্য করে মো. রাশেদ খান বলেন,
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ আয়োজন করতে হবে। সরকার পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। জাতীয় সনদ তৈরি করতে হবে সব স্টেকহোল্ডারদের নিয়ে, কেউ ভায়োলেট করলে শাস্তি পেতে হবে।
সেইসঙ্গে পুলিশের আইজিপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৮ মে) রাতে গণ অধিকার পরিষদের সদস্যদের ওপর যে হামলা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
]]>