অধ্যক্ষের বিরুদ্ধে জাল সনদ ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান

২ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগসহ অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।


দুদক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ খোরশেদ আলী ভুয়া বয়স দেখিয়ে ও সনদ জালিয়াতি করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদে বহাল রয়েছেন। এছাড়া কলেজের বিভিন্ন ফান্ডের টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করতে কলেজে আসেন দুদকের একটি টিম।তবে কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ছুটিতে অবস্থান করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরও পড়ুন: নির্বাচন কার্যালয়ে ছদ্মবেশে দুদক, অবৈধ টাকা লেনদেনের প্রমাণ


এদিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন