ক’দিন আগে ৪০ বছর পেরুনো ক্রিকেটারে হিসেবে একাধিক সেঞ্চুরির রেকর্ড করেছেন ফাফ ডু প্লেসি। এবার আরও একটি রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মারকুটে এই ব্যাটার। এই রেকর্ড করে বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন তিনি।
আরও পড়ুন: আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে মারক্রাম-রাবাদার সঙ্গে নিসাঙ্কা
যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডু প্লেসি। সবশেষ ম্যাচে সিয়াটেল ওরকাসের বিপক্ষে ৫২ বলে ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রানের সংগ্রহ পায় টেক্সাস। ম্যাচটি ৫১ রানে জেতে তারা।
এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। এতদিন এই রেকর্ড ছিলো ভারতের বিরাট কোহলির দখলে। অধিনায়ক হিসেবে তার রান ৬ হাজার ৫৬৪।
আরও পড়ুন: সুযোগ পেয়েও লারাকে তাড়া করলেন না মুল্ডার
তাকে ছাপিয়ে অধিনায়ক হিসেবে ডু প্লেসির রান এখন ৬ হাজার ৫৭৫। এ তালিকায় তিন নম্বরে আছে ইংল্যান্ডের জেমস ভিন্স, তার রান ৬ হাজার ৩৫৮। চার নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির রান ৬ হাজার ২৮৩। আর পাঁচ নম্বরে আছেন ভারতের আরেক ক্রিকেটার রোহিত শর্মা, অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার রান ৬ হাজার ৬৪।
তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন কোহলি। এই ফরম্যাটে তার রান ১৩ হাজার ৫৪৩। ডু প্লেসির মোট রান ১১ হাজার ৪২২।
]]>