২০২০ সালে প্রথম আরব দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডের (চুক্তি) মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল, ওই চুক্তির মাধ্যমে তা কার্যত লঙ্ঘন করে দেশটি।
গাজা সংঘাতের মধ্যে ফ্রান্সসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিম তীর দখল করে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার কথা ভাবছে দেশটির নেতারা। বিষয়টি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে আলোচনাও করেছেন।
আরও পড়ুন: ইসরাইলের বঞ্চনার নীতি, অধিকৃত পশ্চিম তীরে তীব্র পানি সংকট
এমন খবর সামনে আসার পর প্রতিক্রিয়া জানালো ইসরাইলের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের এক প্রতিবেদন মতে, বুধবার (৩ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লানা নুসেইবেহ বলেছেন, ‘শুরু থেকেই আমরা চুক্তিগুলোকে ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অব্যাহত সমর্থন এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষাকে কার্যকর করার একটি উপায় হিসেবে দেখেছি।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘২০২০ সালেও আমাদের অবস্থান এটাই ছিল এবং আজও আমাদের অবস্থান এটাই রয়েছে। অধিকৃত পশ্চিম তীরের সংযুক্তি আমার সরকারের জন্য একটি রেড লাইন এবং এর অর্থ হলো কোনো স্থায়ী শান্তি থাকবে না। এটি আঞ্চলিক সংহতির ধারণাকে রুদ্ধ করে দেবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের মৃত্যুঘণ্টা বাজাবে।’
]]>