সমাবেশে ছাত্র, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশে যোগ দেয়- খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: তিন দাবি নিয়ে জাবির প্রো-ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক
সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমাধারীরা মূলত এইচএসসি সমমান। তারা আগে টেকনিশিয়ান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করত। সিন্ডিকেটের মাধ্যমে ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা এবং নবম গ্রেডে ৩৩ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত কোটা নিয়ে প্রকৌশল খাত দখল করে রেখেছে। দেশে যদি আসলেই কোটা প্রথা বিলুপ্ত হতো, তবে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে মাঠে নামতে হতো না। দেশ যাতে দাঁড়াতে না পারে, তাই ষড়যন্ত্র করে প্রকৃত প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।