রোববার বিকেলে (২১ ডিসেম্বর) বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে এনেছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সালে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে নিয়েছিলেন। আমাদের হাতে আবারও সুযোগ এসেছে।
বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনিও গণতন্ত্র ও ভেটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। ওসমান হাদি, জুলাই আন্দোলনে শহীদ ও যোদ্ধাসহ ৭১ সালে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রাখতে দেশের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুন: বগুড়ায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ
এছাড়াও দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে পরবর্তীতে দেশ গড়তে সবাইকে আহ্বান জানান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারীদের পিছিয়ে থাকলে চলবে না, তাদের শিক্ষিত করাসহ তারা যাতে অর্থনৈতিক মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারেন, সেদিকে কাজ করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে আনতে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের।
আরও পড়ুন: মবোক্রেসি দেখতে চাই না, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন
এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সামনের দিনগুলো খুব ভালো নয়। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে। কেউ কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ, বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: কোটি বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই, যা নেতার ক্ষতি করতে পারবে: ইশরাক
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ হিসেবে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি স্থানে সর্বস্তরের মানুষের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে। বগুড়ার আরও ৪০টি স্থানে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ হিসেবে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হবে।
]]>

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·