অতিরিক্ত ভাড়া আদায়: মির্জাগঞ্জ ফেরিঘাটে সেনাবাহিনীর অভিযান, আটক ৪

২ সপ্তাহ আগে
লঞ্চযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ ফেরিঘাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটির নেতৃত্ব দেন মেজর রাশেদ খান।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মৃত চাঁদ মিয়ার ছেলে মশিউর রহমান (৫৪), মির্জাগঞ্জের ইউসুফ খলিফার ছেলে জসিম খলিফা, গলাচিপার আলতাফ হোসেনের ছেলে পান্না মিয়া ও সদর উপজেলার সাত্তার শিকদারের ছেলে জসিম শিকদার। অভিযান শেষে আটককৃতদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন: শিবচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশু ও বৃদ্ধের

 

স্থানীয়দের জানান, দীর্ঘদিন ধরে ফেরিঘাট এলাকায় একটি প্রভাবশালী চক্র যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। তবে সেনাবাহিনীর এ অভিযানে ঘাট এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অভিযানটি অত্যন্ত সময়োপযোগী। ঘাটে নৈরাজ্য ও অনিয়ম কমাতে এই ধরনের অভিযান নিয়মিত চালাতে হবে।

 

প্রসঙ্গত, ঈদ ও বর্ষা মৌসুমে ফেরিঘাটগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থানে থাকলেও, এবার সরাসরি সেনাবাহিনী মাঠে নামায় দৃশ্যমান প্রভাব পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।

]]>
সম্পূর্ণ পড়ুন