অতিরিক্ত কুয়াশার কারণে বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

৪ সপ্তাহ আগে
বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি, টস ৭টা নাগাদ। কিন্তু লখনৌতে অতিরিক্ত কুয়াশার কারণে না হয়েছে টস, না হয়েছে ম্যাচ। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর আম্পায়ার ম্যাচ বাতিল ঘোষণা করেন।

দুই ঘণ্টাজুড়ে আম্পায়াররা বেশ কয়েকবার পিচ পরিদর্শন করেছেন। কিন্তু ম্যাচ শুরুর আভাস মেলেনি। লখনৌর বায়ুর মানও ছিল খারাপ। যে কারণে দুই দলই বেশির ভাগ সময় ছিল ইন্ডোরে। এমনকি হার্দিক পান্ডিয়াকে দেখা গেছে মাস্ক পরিহিত অবস্থায়।


এই ম্যাচ বাতিল হওয়ায় ভারতের একদিন যে ভালোই হয়েছে। টেস্ট সিরিজ হেরে চাপের মুখে ছিল তারা। ওয়ানডে সিরিজটি জিতে ২-১ ব্যবধানে। এই সিরিজে আর হারের শঙ্কা নেই। ৫ ম্যাচের সিরিজে তারা এগিয়ে ২-১ ব্যবধানে, আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা বড়জোর সমতায় ফিরতে পারে।


১৯ ডিসেম্বর আহমেদাবাদের ম্যাচটিও গড়াবে সাড়ে ৭টায়।


আরও পড়ুন: অক্ষরের অসুস্থতায় দুই বছর পর ভারতীয় দলে শাহবাজ


অতিরিক্ত কুয়াশা ভারতের জনজীবনেও বিঘ্ন ঘটাচ্ছে। মঙ্গলবার দিল্লিতে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়েছিল। তাতে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছিলেন। ঘন কুয়াশা ভারতে লিওনেল মেসির সফরেও বিঘ্ন ঘটায়।


মেসির তিন দিনব্যাপী ‘গোট ইন্ডিয়া’ সফরের শেষ দিন গত সোমবার। মুম্বাই থেকে সকালে দিল্লিতে পৌঁছার কথা ছিল তার। কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করে বিকেলে প্রস্থান করার সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে মেসি দিল্লিতে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি, যান বিকেলে। সেদিন সকালজুড়ে ঘন কুয়াশার কারণে বিমান উড়েনি। তাছাড়া গত কয়েকদিন ধরে দিল্লির বায়ুমান ‘তীব্রতর’। সোমবার সেটা ‘বিপজ্জনকে’ বদলেছিল। তাই দিল্লিতে মেসির পৌঁছা বিলম্বিত হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন