আটক ডাকাত দলের সদস্যরা হলেন, লালচাঁদ, ওয়াসিম, দেলোয়ার। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ডাকাতি ঘটনার পর থেকেই তাদেরকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে ৷
আরও পড়ুন: গোপালগঞ্জে যুবককে হত্যা করে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
শনিবার (১৫ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: শরীয়তপুরে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৫ আসামি তিনদিনের রিমান্ডে
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে । এসময় ডাকাতরা একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার ও অটোরিকশাটি নিয়ে যায়।
]]>