অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৪ সপ্তাহ আগে
শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে শাহজাহান মিয়া (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।


মৃত শাহজাহান মিয়া ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশাটি রাতে চার্জে দিয়ে রাখেন শাহজাহান মিয়া। সকালে গৃহস্থালির প্রয়োজনীয় কাজ শেষে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় চার্জ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন