চালকদের অভিযোগ, পৌর কর্মকর্তারা অর্থ পেলেই রাস্তায় সিএনজির অটো চার্জার ও ব্যাটারিচালিত রিকশা নামিয়ে দিচ্ছেন। এতে শহরবাসীর ভোগান্তি চরমে ঠেকেছে। তবে পৌর কর্মকর্তার দুর্নীতির তদন্ত ও শহরকে যানজট মুক্ত করার আশ্বাস জেলা প্রশাসনের।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সম্প্রতি লাইসেন্স বাণিজ্যের প্রতিবাদ জানায় চালকরা। অটো চার্জার ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার সিএনজির লাইসেন্স দেয় নওগাঁ পৌরসভা। স্থানীয়ভাবে চলা এসব যানবাহনের জন্য ৮০০ থেকে এক হাজার টাকা লাইসেন্স ফি করা হয়। কিন্তু সম্প্রতি পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তারা আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা নিলেও দিচ্ছে না কোন রশিদ। এতে বিপুল টাকা হাতে নেয়ার অভিযোগে আন্দোলনে নামে চালকরা।
চালকদের মধ্যে কয়েকজন জানান, আগে ৮০০ টাকায় হতো। এখন রেট বেঁধে দিয়েছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। আর টাকা নেয়ার দায়িত্বে রয়েছেন লাইসেন্স কর্মকর্তা আমিনুল ইসলাম মুন্টু।
শহরের দুজন বাসিন্দা জানান, পৌরসভার উচিত এ মুহূর্তে নতুন কোন লাইসেন্স না দেয়া। কারণ জ্যামে শহর আটকে থাকে দিনভর।
আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা চলাচল নীতিমালা প্রণয়নের দাবি
পৌরসভার লাইসেন্স বাণিজ্য ধারণ ক্ষমতার অতিরিক্ত তিন চাকার বাহন নামানো হয়েছে শহরে। এতে শহরের ব্রিজ মোড় গোস্ত কালিতলা সড়কে নিত্য যানজটে ভোগান্তি ঠেকেছে চরমে। শ্রমিক নেতার দাবি পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের কারণে শহরে বেড়েছে দুর্ভোগ।
অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ অস্বীকার কর্মকর্তাদের। নওগাঁ পৌরসভা লাইসেন্স কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্টু বলেন, ‘আমি এক টাকাও বেশি নেই না।’
পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখে শহরে যানজট কমানোর আশ্বাস জেলা মোহাম্মদ আব্দুল আউয়ালের।
স্থানীয় পৌরসভার তথ্য বলছে, শহরে চলাচলের জন্য ৪ হাজার ৩০০ লাইসেন্স দিয়েছে পৌরসভা। ৩৮ দশমিক ৩৬ কিলোমিটার পরিধির এই শহরে এ মুহূর্তে প্রায় ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম চলাচল করছে।