এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানা গেছে।
এ মুহূর্তে একজন চিকিৎসক তার ফেসবুকে লিখেছেন, যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন।
আরও পড়ুন: মস্তিষ্কের মরণঘাতী রোগ পারকিনসন, দেখুন ১০ লক্ষণ
প্রাথমিক চিকিৎসা হিসেবে তিনি লিখেছেন,
১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন।
২. একটা পরিষ্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশন এর জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো।
৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন।
আরও পড়ুন: বিমানে জরুরি অবস্থায় করণীয়
]]>