জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম ও তার দল। আগুন নেভানোর এক পর্যায়ে অপর দুই সহযোগীকে আগুনের হাত থেকে রক্ষা করতে গেলে রাসায়নিক বিষ্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন তিনিসহ আরও কয়েক জন ফায়ার সার্ভিসকর্মী। পরে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হলে শুক্রবার সকাল ১০ টায় মৃত্যু হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দশ টায় নিহত নাঈমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। জানাজা শেষে নিজ বাড়ির ফায়ার ফাইটার নাঈমের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে। জানাজা শেষে নিজ বাড়ির পাশেই তাকে সমাহিত করার হবে।
আরও পড়ুন: শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশার বেপরোয়া চলাচল, ঘটছে প্রাণহানি
এরইমধ্যে জানাজার প্রস্তুতি এবং কবর খননের কাজ সম্পন্ন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে স্বজনরা নাঈমকে শেষ বিদায় জানাতে তার গ্রামের বাড়িতে ভিড় করছেন।
]]>