অসুস্থতার কারণে অক্ষর গত রোববার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ছিলেন না। বিসিসিআই জানিয়েছে, লখনৌতে দলের সঙ্গে থাকা এই অলরাউন্ডারের শারীরিক অবস্থা আরও মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
অক্ষরের ‘লাইক-ফর-লাইক’ বিকল্প হিসেবে শাহবাজ আহমেদকে শেষ দুই ম্যাচের জন্য দলে ডেকেছেন নির্বাচকরা। ৩১বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ভারতের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে শেষবার ভারতের হয়ে খেলেছেন হরিয়ানার এই অলরাউন্ডার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ভয়াবহতার কথা শোনালেন ভন
তৃতীয় ম্যাচে ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা জসপ্রিত বুমরাহও দলে ছিলেন না। ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে গেছেন এবং শেষ দুই ম্যাচে তার খেলা এখনও অনিশ্চিত।
এই দুই তারকার অনুপস্থিতি সত্ত্বেও ভারত তৃতীয় টি–টোয়েন্টিতে স্বচ্ছন্দ জয় তুলে নিয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে যায়। সিরিজের চতুর্থ ম্যাচ ১৭ ডিসেম্বর লখনৌতে অনুষ্ঠিত হবে, আর ১৯ ডিসেম্বর আহমেদাবাদে হবে সিরিজের শেষ ম্যাচ।

১৩ ঘন্টা আগে
১






Bengali (BD) ·
English (US) ·