অকালে ঝরে গেল এক ক্রিকেটারের প্রাণ

৫ দিন আগে
কথা ছিল, অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা দক্ষিণের হয়ে খেলবেন মহরম হোসেন মহিন। কিন্তু পেলেন না সে সুযোগ। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ ক্রিকেটারের।

সোমবার (৬ জানুয়ারি) মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ঢাকা দক্ষিণের হয়ে খেলার জন্য অনুশীলন করছিলেন মহিন। গত কিছুদিন ধরে দলের সঙ্গে ফরিদপুরে ক্যাম্প করছিলেন এ ক্রিকেটার। সেখানে তিন-চার দিন আগে পেটে ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হন মহিন।

 

আরও পড়ুন: ফাহিমের সঙ্গে অসদাচরণের ব্যাখ্যা দিলেন ফারুক

 

পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিস্থিতি জটিল দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরিবার ও টিম ম্যানেজমেন্টের উদ্যোগে ঢাকা মেডিকেলে ভর্তির পর ফের তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শারীরিক জটিলতা দেখে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

 

জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থও হয়ে উঠেন তিনি। তবে শঙ্কা না কাটায় ছিলেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে। সেখানে থাকা অবস্থাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মারা যান এ ক্রিকেটার।

 

আরও পড়ুন: বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী জুটি?

 

পরিবারের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জে থাকলেও মহিনের বাড়ি বরিশালের গৌরনদীতে।

]]>
সম্পূর্ণ পড়ুন