প্রায় প্রতিদিনই নিয়ম করে মিয়ানমারের সাগাইং অঞ্চলে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। চলতি সপ্তাহে সাগাইং অঞ্চলের কানবালু উপ-শহরের কিয় সু গ্রামে দু’টি বোমা নিক্ষেপ করে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন।
বোমা দু’টি সরাসরি আঘাত করে গ্রামটির স্কুল ও মঠে, যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত পরিবার। বাসিন্দারা জানান, হামলার সময় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। তবুও সামরিক বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ করে।
এরই জেরে মিয়ানমার জান্তা সেনাদের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক।
আরও পড়ুন: বিদ্রোহীদের দখলে থাকা রাখাইনের ১০ শহরে হচ্ছে না নির্বাচন
চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি জানায়, জান্তা সেনারা স্কুল, মঠ ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে বোমা বর্ষণ করছে। এ অবস্থায় বিমান জ্বালানির সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়।
এত কিছুর পরও নির্বাচন থেকে কোনোভাবে পিছু হঠছে না সামরিক জান্তা। এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে তারা। চলতি সপ্তাহে জান্তা বাহিনী জানায়, সংশোধিত রাজনৈতিক দল নিবন্ধন আইনে এখন থেকে জাতীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অন্তত এক-চতুর্থাংশ আসনে অংশ নিতে হবে।
আগে শর্ত ছিল দেশের অর্ধেকের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা।
]]>